প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীকে আইজিএ প্রকল্পের ওয়েবসাইট মাধ্যমে অনলাইনে প্রশিক্ষণে ভর্তির আবেদন করতে হবে। Online-এ আবেদনের নিয়মাবলী নিচে দেয়া হলো। আবেদনের জন্য কোন ফি জমা দিতে হবে না।
আবেদনের নিয়মাবলীঃ
যে কোন কম্পিউটাররের দোকানে অথবা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে আবেদন করতে হবে। এতে ২০ থেকে ৫০ টাকা ফি নিতে পারে। তবে উপজেলা তথ্য আপা অফিসে থেকে করলে ফ্রি আবেদন করতে পারবেন। আমি সাজেস্ট করব উপজেলা তথ্য আপা অফিস থেকে করবেন। এতে টাকাও বেচে যাবে এবং হয়ত কিছু বিষয়ও জানতে পারবেন।
নিজে আবেদন করলে করনীয়ঃ
সকল তথ্য ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে যে ভাবে আছে সে ভাবে দিতে হবে।অবশ্যই আবেদনপত্র বাংলায় পূরণ করতে হবে।তবে সে সব জায়গায় ইংরেজিতে চেয়েছে সেসব জায়গায় ইংরেজিতে দিবেন। সব শেষে রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্ব্বোচ্চ 300 KB হতে হবে। 300 কেবির বেশি হলে সমস্য হবে আপলোড নাও হতে পারে। তাই ছবির বিষয়টি খেয়াল রাখতে হবে।
অনলাইনে আবেদন করার পর করনীয়ঃ
Online- এ আবেদন করে আবেদনপত্রের প্রিন্ট কপিতে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর পূর্বক ০২ (দুই) কপি মূল আবেদনপত্র প্রার্থী যে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক, সেই উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রশিক্ষণের ক্ষেত্রে মূল আবেদনপত্র সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক/জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে। তা না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
সর্তকীকরণঃ
এখানে উল্লেখ্য যে Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র প্রিন্ট কপি উপ-পরিচালক/জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অথবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা না দিলে আবেদন বাতিল বলে বিবেচনাযোগ্য হবে। ছবি এবং স্বাক্ষরবিহীন আবেদনপত্র জমা নিবে না তাই ছবি ও স্বাক্ষর সঠিক ভাবে দিবেন।
ভাতাঃ
সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিনের হাজিরার জন্য ১০০/- (একশত) টাকা করে ৬০ (ষাট) দিনের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। ১০০/- টাকা করে ৬০ দিনে মোট ৬০০০/- টাকা।
2 Comments
N
ReplyDeleteBest
ReplyDelete